Home » » কম্পিউটার হার্ডওয়্যার কি?

কম্পিউটার হার্ডওয়্যার কি?

কম্পিউটার হার্ডওয়্যার কি?

যে সকল যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার তৈরি করা হয় এদেরকে কম্পিউটার হার্ডওয়্যার বলে। অর্থাৎ হার্ডওয়্যার বলতে কম্পিউটারের ইলেকট্রনিক (Electronic), বৈদ্যুতিক (Electrical), যান্ত্রিক (Mechanical) ও আনুষাঙ্গিক যন্ত্রপাতিকে (Peripheral Devices) বোঝায়। যেমন- কীবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, | মাদারবোর্ড, র‌্যাম, রম, হার্ডডিস্ক, পাওয়ার সাপ্লাই ইত্যাদি।

কম্পিউটারের হার্ডওয়্যারসমূহ কাজের ধরনের উপর ভিত্তি করে কম্পিউটারের হার্ডওয়্যারসমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় । যথা: 

• ইনপুট ডিভাইস 

• প্রসেসিং ডিভাইস (CPU) 

• আউটপুট ডিভাইস। 

কম্পিউটারের ইনপুট ডিভাইসসমূহ : কীবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, কার্ড রিডার, জয়স্টিক ইত্যাদি। 

কম্পিউটারের আউটপুট ডিভাইসসমূহ : মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, ডিস্ক ড্রাইভ, শব্দ সংশ্লেষক, মাইক্রোফিল্ম, মাইক্রোচিপ ইত্যাদি। 

সিস্টেম ইউনিটের মধ্যে অবস্থিত ডিভাইসসমূহ : মাদারবোর্ড, মাইক্রোপ্রসেসর, র্যাম ও রম, হার্ডডিস্ক, এজিপি কার্ড, ল্যান কার্ড, ভিডিও ক্যাপচার কার্ড, টিভি কার্ড, পাওয়ার সাপাই ইউনিট, সিডি/ডিভিডি রম ড্রাইভ ইত্যাদি।

0 comments:

Post a Comment

Contact form

Name

Email *

Message *