কম্পিউটার হার্ডওয়্যার কি?
যে সকল যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার তৈরি করা হয় এদেরকে কম্পিউটার হার্ডওয়্যার বলে। অর্থাৎ হার্ডওয়্যার বলতে কম্পিউটারের ইলেকট্রনিক (Electronic), বৈদ্যুতিক (Electrical), যান্ত্রিক (Mechanical) ও আনুষাঙ্গিক যন্ত্রপাতিকে (Peripheral Devices) বোঝায়। যেমন- কীবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, | মাদারবোর্ড, র্যাম, রম, হার্ডডিস্ক, পাওয়ার সাপ্লাই ইত্যাদি।
কম্পিউটারের হার্ডওয়্যারসমূহ কাজের ধরনের উপর ভিত্তি করে কম্পিউটারের হার্ডওয়্যারসমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় । যথা:
• ইনপুট ডিভাইস
• প্রসেসিং ডিভাইস (CPU)
• আউটপুট ডিভাইস।
কম্পিউটারের ইনপুট ডিভাইসসমূহ : কীবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, কার্ড রিডার, জয়স্টিক ইত্যাদি।
কম্পিউটারের আউটপুট ডিভাইসসমূহ : মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, ডিস্ক ড্রাইভ, শব্দ সংশ্লেষক, মাইক্রোফিল্ম, মাইক্রোচিপ ইত্যাদি।
সিস্টেম ইউনিটের মধ্যে অবস্থিত ডিভাইসসমূহ : মাদারবোর্ড, মাইক্রোপ্রসেসর, র্যাম ও রম, হার্ডডিস্ক, এজিপি কার্ড, ল্যান কার্ড, ভিডিও ক্যাপচার কার্ড, টিভি কার্ড, পাওয়ার সাপাই ইউনিট, সিডি/ডিভিডি রম ড্রাইভ ইত্যাদি।
0 comments:
Post a Comment